দুর্গা পুজো শুরুর আগে তৃতীয়াতেই বিধাননগরের প্রাক্তন মেয়র তথা রাজারহাট ও নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত যোগদান করেছেন বিজেপিতে। আর এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সব্যসাচীর দলত্যাগ প্রসঙ্গে জানিয়েছেন, বেআইনিভাবে জলা জায়গা ভরাট করা নিয়ে তিনি সরব হয়েছিলেন। কটাক্ষ করে জানিয়েছেন, যদি তিনি খুঁজে পান তাহলে তিনি পদক্ষেপ নিতেই পারেন৷ পাশাপাশি পার্থবাবুর বক্তব্য, চাইলে তিনি দল ত্যাগ করতেই পারেন তবে তার জন্য মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার দরকার নেই।
সব্যসাচী তৃণমূলে থাকাকালীন একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে দলের বিষ নজরে পড়েছিলেন। সম্প্রতি, পাড়ায় গণেশ পুজোতে বিজেপি দলের শীর্ষ স্থানীয় নেতারা আমন্ত্রিত হওয়ায় দলের কোপে পড়েছিলেন তিনি। দলের তরফ থেকে তার ডানা ছাঁটা হয়েছিল। তবে তিনি যুক্তি দেখিয়েছিলেন পুজোতে যে কেউ আসতেই পারেন। তবে এর আগেও বহুবার তার বিজেপিতে যোগদানের বিষয়ে গুজব ছড়িয়েছিল। যদিও স্বয়ং সব্যসাচী দত্ত জানিয়েছিলেন তিনি তৃণমূল ছাড়ছেন না।
তবে শেষমেশ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গেরুয়া শিবিরেই যোগ দিলেন সব্যসাচী।
Be the first to comment