পার্থ-সুবীরেশদের ফের আদালতে পেশ

Spread the love

জেল হেফাজতের মেয়াদ শেষ। আজ, সোমবার ফের আদালতে পেশ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় সহ সাত জনকে। এদিন আদালতে হাজিরা দেবেন ধৃত এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং, ও প্রসন্ন রায়ও। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছে তাঁদের।

আজ আদালতে পার্থর ফের জামিনের আবেদন করতে পারেন তাঁর আইনজীবীরা। এর আগেও জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী। তবে সিবিআই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্থ বা অন্যদের জামিন মিলবে কিনা তার সিদ্ধান্ত হবে আজই।

গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পরবর্তীকালে সিবিআই তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করে। সোমবারই সিবিআইয়ের মামলার পরিপ্রেক্ষিতেই আদালতে তোলা হয় পার্থ সহ সাতজনকে। সিবিআই সূত্রে খবর, পার্থকে কেন্দ্রে রেখে সুবীরেশ, এসপি সিনহা কিংবা প্রসন্ন রায়রা একে অপরের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত হয়ে রয়েছেন বলেই তদন্তে উঠে আসছে। সেই যোগসূত্রই আদালতে জোরালভাবে পেশ করতে চায় কেন্দ্রীয় সংস্থা।

প্রসঙ্গত, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় যেদিন আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়, সেদিন সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে ফের হেফাজতে চান পার্থকে। অন্যদিকে পার্থর আইনজীবী দাবি করেন, সিবিআই যে তদন্তের প্রয়োজনে তাঁর মক্কেলের জামিনের বিরোধিতা করছেন এমনটা নয়। তাঁর বক্তব্য ছিল, আটকে রাখতে হবে বলেই আটকে রাখা হচ্ছে পার্থকে।

অন্যদিকে, সিবিআইয়ের বক্তব্য, এসএসসির গ্রুপ সি মামলা ও নবম দশম শিক্ষক দুর্নীতি মামলার চার্জশিট পেশ করেছে তারা। এই অবস্থায় পার্থকে জামিন দিলে তদন্ত ব্যহত হতে পারে বলে আশঙ্কা তাদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*