পঞ্চায়েত নির্বাচনে ৩৪ শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা পঞ্চায়েত প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া যাবে না পরবর্তী শুনানি পর্যন্ত।জানিয়ে দিয়েছে সুপ্রিমকোর্ট।
এই পরিপ্রেক্ষিতে কি বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
১) ৩৪ শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা পঞ্চায়েত প্রার্থীদের তালিকা বাতিল করেনি সুপ্রিম কোর্ট। ৩ জুলাই ফের শুনানি হবে। বর্তমান পঞ্চায়েত এর মেয়াদ অগাস্ট মাস পর্যন্ত। সুতরাং এ নিয়ে বিরোধীদের চিৎকার করার কোনো বাস্তবিক কারণ হয়নি।
২) হাইকোর্ট কমিশনে আস্থা রেখে ১৪ মে ভোটের দিন বহাল রেখেছে। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, তাতেও মান্যতা দিয়েছে।
৩) হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ই মনোনয়ন এর পক্ষে রায় খারিজ করেছে সুপ্রিম কোর্ট। সুতরাং এ কথা বলাই যায় যে সুপ্রিমকোর্ট ও হাই কোর্টের রায় রাজ্যের মানুষের পক্ষেই গেছে।
Be the first to comment