করোনা রুখতে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি নিয়ে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র বীরভূমের পাড়ুই। বিবাদমান দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয়েছে ১ জনের। পাড়ুই থানার সিউড়ি ২ নম্বর ব্লকের তালিবপুর গ্রাম শনিবার এই ঘটনা ঘটে। সংঘর্ষে অপর এক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশও।
জানা গিয়েছে, তালিবপুর গ্রামের একটি স্কুলের হোস্টেলে ক্যাম্প তৈরি করা নিয়েই সংঘর্ষের সূচনা। একদল কোয়ারান্টাইন ক্যাম্প তৈরির সমর্থন করলেও, অন্যদল তীব্র ভাবে তার বিরোধিতা করে। যারা বিরোধিতা করে, তাঁদের বক্তব্য, কোনওভাবেই স্কুলের হোস্টেলে করোনা রুগীদের রাখা যাবে না।
শনিবার এ বিষয়ে গ্রামবাসীদের সঙ্গে প্রশাসনের লোক কথা বললেও তাঁরা চলে যেতেই শুরু হয় ব্যাপক গণ্ডগোল। ঝগড়া-ঝামেলার মধ্যেই হঠাৎ করেই গুলি ও বোমা চালানো শুরু হয়। পুলিশ জানিয়েছে, এলোপাথাড়ি গুলি ও বোমা ফেলার মাঝে পড়ে এক ব্যক্তির বোমার আঘাতে মৃত্যু হয়েছে। অন্য আর এক ব্যক্তি আহত হয়েছেন।
তবে মৃত্যু ঘিরে এখনও চাপা উত্তেজনা রয়েছে পাড়ুইয়ের ওই গ্রামে। ফলে এলাকায় মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে প্রশাসন। কোনও ভাবেই এ ঘটনার জেরে উতীজনা ছড়াতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন।
Be the first to comment