রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থা নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সরিয়ে দিলেন খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে। এদিন নবান্নে প্রথমে মন্ত্রিসভার বৈঠকে রেশন নিয়ে বিশৃঙ্খলার ঘটনায় ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ধমক দিতেও দেখা যায় তাঁকে। এরপরই সাংবাদিক বৈঠকে নতুন খাদ্যসচিব নিয়োগ করার কথা জানান মুখ্যমন্ত্রী। নতুন খাদ্যসচিব হচ্ছেন পারভেজ আহমেদ সিদ্দিকী।
রেশন নিয়ে এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রেশনের চাল সরকার কেনে কৃষকদের কাছ থেকে। তাই রেশন দোকান নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। ৯০ শতাংশ মানুষ এক মাসের চাল পেয়েছেন। কিন্তু নির্দেশ সত্ত্বেও ১০ শতাংশ মানুষ অর্ধেক রেশন পেয়েছেন। একারণে নতুন খাদ্যসচিব নিয়োগ করা হচ্ছে। ৬ মাস বিনামূল্যে রেশন দেওয়া হবে। এক মাসের চাল একসঙ্গে রেশনে দিয়ে দেওয়া হবে। যারা অর্ধেক চাল পেয়েছেন, তাঁরা বাকিটা পেয়ে যাবেন বলে আশ্বস্ত করেন তিনি।
Be the first to comment