পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফকে মৃত্যুদণ্ড দিল পাকিস্তানের বিশেষ আদালত। বড় রকমের রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁর ফাঁসির সাজা শুনিয়েছে আদালত।
আপাতত চিকিৎসার জন্য দুবাইতে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি।
২০০৭ সালের ৩ নভেম্বর দেশে জরুরি অবস্থা জারি করেন মুশারফ। সেই সময়কালেই তৎকালীন প্রধান বিচারপতি সহ বেশ কয়েকজন বিচারপতিকে আটক করা হয়েছিল। সেই সময় মুশারফের দাবি ছিল, নিজের পথ থেকে সরে গিয়ে বিচারবিভাগ, সন্ত্রাসবাদ ও চরমপন্থা নির্মূলে প্রশাসন ও আইন বিভাগের মিলিতভাবে যে উদ্দেশ্য তা দ্বারা প্রভাবিত হয়েছিল।
মুশারফের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কিন্তু ২০১৩ সাল পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত ছিল। এরপর ৫ ডিসেম্বর পারভেজ মুশারফকে বয়ান দেওয়ার নির্দেশ দেয় বিশেষ আদালত।
Be the first to comment