প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ।কয়েক সপ্তাহ ধরে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিয়ো নিউজ’ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। গত কয়েক সপ্তাহ ধরেই মুশারফ দুবাইয়ের ‘আমেরিকান হসপিটালে’ ভর্তি ছিলেন। ১৯৪৩-এর ১১ অগস্ট অবিভক্ত ভারতের দিল্লিতে জন্ম পারভেজের। তারপর পাকিস্তানে চলে যায় তাঁর পরিবার।
উচ্চশিক্ষার পর তিনি যোগ দেন পাকিস্তানের সেনাবাহিনীতে। তার পর ধাপে ধাপে সেনাপ্রধান এবং দেশের রাষ্ট্রপতি।১৯৯৯ সাকে সফল সামরিক অভু্যত্থানের পর মোশারফ পাকিস্তানের ক্ষমতায় বসেন। তিনি ছিলেন পকিস্তানের দশম রাষ্ট্রপতি। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত পালিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির দশম চেয়ারম্যানে এবং ১৯৯৮ থেকে ২০০৭ পর্যন্ত সপ্তম শীর্ষ জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন মোশারফ।
Be the first to comment