আবার ভাঙন গেরুয়া শিবিরের শক্তঘাঁটিতে। কলকাতা পুরসভা অভিযানের দিনই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ পাসাং ডিকি শেরপা। আর তাতেই বেশ বেকায়দায় পড়ে গেল বিজেপির রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়ে তিনি চিঠি দিয়েছেন জেলার শীর্ষ নেতাদের। এই চিঠির কথা অবশ্য তিনি মানতে চাননি। তবে একপ্রস্থ কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বলে জানা গিয়েছে।
একুশের নির্বাচনের আগে কালচিনিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচনী জনসভায় বিজেপিতে যোগ দেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি ও জেলা পরিষদের প্রাক্তন মেন্টর মোহন শর্মা। তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দেন জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ পদ্মা রায় এবং পাসাং ডিকি শেরপা। একুশের নির্বাচনে বিজেপি এখানে ভাল ফল করেছে। কিন্তু তারপরও এবার পাসাং ডিকি বিজেপি ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। যা রাজ্য বিজেপির কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে পাসাং ডিকি বলেন, ‘তৃণমূল কংগ্রেসে আমরা মিলেমিশে কাজ করতাম। কিন্তু বিজেপিতে সেটা সম্ভব নয়। তাই ওদের কায়দা আমার পছন্দ নয়। তাই বিজেপি না করার সিদ্ধান্ত নিয়েছি।’ এই খবর প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন, ‘পাসাং ডিকি শেরপা আবার দলে ফিরতে চেয়ে চিঠি দিয়েছেন শুনেছি। তার বেশি আমার জানা নেই। আমার হাতে চিঠি এলে তা নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলব।’
Be the first to comment