খাদ্যের অধিকার করতে হবে সুনিশ্চিত ৷ আর সেই কথা মাথায় রেখেই ১ জুন থেকে দেশজুড়ে চালু হতে চলেছে ‘এক দেশ, এক রেশন কার্ড’। সোমবার বিহারের পটনায় সাংবাদিক সম্মেলন থেকে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান। পাসওয়ান জানিয়েছেন, ১ জুন থেকে চালু হওয়া এই প্রকল্পের আওতায় আসতে চলেছে গোটা দেশ।
‘এক দেশ, এক রেশন’ কার্ড চালু হলে কোনও উপভোক্তা দেশের যেকোনও প্রান্তের রেশন দোকান থেকে সরকার-নির্ধারিত ভরতুকিযুক্ত মূল্যে খাদ্যশস্য কিনতে পারবেন। তখন দেশের সমস্ত রেশন কার্ডের তথ্য একটি সার্ভারে জমা থাকবে। পাশাপাশি, এই প্রকল্প চালু হলে একদিকে যেমন ভুয়ো রেশন কার্ড রোখা যাবে। অন্যদিকে, ভিন-রাজ্যে গিয়ে বসবাস করলেও রেশন থেকে বঞ্চিত হবেন না কোনও উপভোক্তা।
পাসওয়ান জানিয়েছিলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ইতিমধ্যে ১২টি রাজ্যে এই প্রকল্পটি চালু হয়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গুজরাট, কেরালা, কর্ণাটক, হরিয়ানা, রাজস্থান, ত্রিপুরা, গোয়া, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশে বাস্তবায়িত হয়েছে ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্প।
গত বছর ৩ ডিসেম্বর পাসওয়ান জানিয়েছিলেন, ২০২০ সালের ৩০ জুনের মধ্যে দেশজুড়ে ‘এক দেশ, এক রেশন কার্ড’ চালু হয়ে যাবে। সেই পরিপ্রেক্ষিতেই গত বছর থেকেই শুরু হয়ে গিয়েছিল কাজ। সেইমতোই এবছর ১ জুন থেকেই চালু হচ্ছে ‘এক দেশ, এক রেশন কার্ড ৷ ‘
Be the first to comment