কাঠুয়া গণধর্ষণ কাণ্ডের বিচার হবে এবার পাঞ্জাবের পাঠানকোট আদালতে ৷ সোমবার সুপ্রিম কোর্ট থেকে পাঠানকোট আদালতে এই মামলাটি স্থানান্তরিত হয় ৷ পাশাপাশি জানা গিয়েছে, এই মামলার শুনানি হবে রোজ ৷ এমনটাই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ ৷ এছাড়াও জানা গিয়েছে, এই মামলার শুনানি ক্যামেরাতে সম্পূর্ণ রেকর্ড করা হবে ৷
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এই মামলায় যাতে বিন্দুমাত্র দেরি না হয় সেই কারণেই এই মামলার শুনানি রোজ হবে ৷ পাশাপাশি মামলাটির শুনানি চলাকালিন নির্যাতিতার পরিবার, প্রত্যক্ষদর্শী এবং আইনজীবীদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি, সিবিআইকেও এই মামলার তদন্তের জন্য কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট ৷
প্রসঙ্গত, কাঠুয়া গণধর্ষণ কাণ্ডের মামলার বিচার কোথায় হবে ? সেই নিয়ে দ্বন্দ্ব চলছিলোই ৷ পাঠানকোট আদালতের পাশাপাশি উঠে আসে উধামপুর, জম্মু, রামবান এবং সাম্ভা আদালতের নামও ৷ নিরপেক্ষ বিচারের জন্য নির্যাতিতার পরিবার এবং অভিযুক্তরা পাঠানকোট আদালতে মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানায় ৷
Be the first to comment