রোজদিন ডেস্ক :- সত্যজিৎ রায়ের পরিচালনায় অপু-দুর্গার কাহিনি আজও বাঙালির হৃদয়জুড়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত প্রয়াত । অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।
উমাদেবী যে আবাসনে থাকতেন সেই একই আবাসনে থাকেন অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ। তিনি জানিয়েছেন যে অভিনেত্রী ক্যান্সারে ভুগছিলেন। এর আগে একবার হাসপাতালে ভর্তি হলেও তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। তবে এইবার আর শেষরক্ষা হল না। অভিনেত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করে শোকপ্রকাশ করেছেন তিনি।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন উমা দাশগুপ্ত। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিন তাঁর জীবনাবসান ঘটে। চলতি বছর হঠাৎই ছড়িয়ে পড়েছিল অভিনেত্রীর মৃত্যুর খবর। পরবর্তীতে জানা যায়, সুস্থ রয়েছেন তিনি।
বর্ষীয়ান অভিনেত্রী লাইমলাইটের অন্তরালে থাকলেও কালজয়ী ছবির দুর্গা চরিত্রটা কোনওদিন ভুলবেন না দর্শক। শৈশব থেকেই থিয়েটার করতেন অভিনেত্রী। তিনি যে স্কুলে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের খুব ভালো সম্পর্ক ছিল। আর সেই শিক্ষকের সুবাদেই মাণিকবাবু আবিষ্কার করেছিলেন পথের পাঁচালীর দুর্গা উমা দাশগুপ্তকে। তবে উমার বাবা নাকি রাজি ছিলেন না, মেয়ে সিনেদুনিয়ায় আসুক। তবে উমার পরিবারকে রাজি করানোর দায়িত্ব নিয়েছিলেন খোদ পরিচালক সত্যজিৎ রায়।
Be the first to comment