লাইনচ্যুত হয়ে গেলো পটনা-কোটা এক্সপ্রেস

Spread the love

ছবি সৌজন্যে-(এএনআই)

লাইনচ্যুত হয়ে গেল পটনা-কোটা এক্সপ্রেসের ইঞ্জিন। জানা গিয়েছে, শনিবার উত্তরপ্রদেশের দারিয়াবাদ টাউনের কাছে দুর্ঘটনাটি ঘটে। রেললাইনে গাছ পড়ে থাকায় ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটি পটনা থেকে ফইজাবাদ হয়ে লখনউ যাচ্ছিল। তবে কোনও হতাহতের খবর নেই।

লাইনে একটি গাছ পড়ে থাকায় দারিয়াবাদ স্টেশনের কাছে আসতে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ইঞ্জিন। প্রবল ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। পরে রিলিফ ট্রেন পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। শনিবার রাত  সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। লাইনে গাছ পড়ে রয়েছে দেখে শেষ মুহূর্তে ব্রেক মারেন চালক। কিন্তু, ততক্ষণে ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*