মহারাষ্ট্রে কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র মধ্যে লোকসভা ভোটে কোন দল কটি আসনে লড়বে, তা চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানিয়ে দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ৷ মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে ৪৫টি আসনে কগ্রেস ও এনসিপি-র আসন ভাগের চূড়ান্ত রফা হয়ে গিয়েছে ৷ তবে এই জোটে থাকছে না মহারাষ্ট্র নবনির্মাণ সেনা৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে রূদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরদ পাওয়ার জানান, নিজেদের কোটা থেকে একটি আসন রাজু শেট্টির স্বভিমানী শেতকারি সংগঠনকে ছাড়ছে এনসিপি ৷ এছাড়া কংগ্রেস কিছু আসন ছাড়ছে বামেদের ৷
শরদ পাওয়ারের কথায়, ‘এনসিপি ও কংগ্রেসের মধ্যে আসন ভাগ নিয়ে রফা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে৷ ২-৩টি আসন নিয়ে আলোচনা চলছে ৷
Be the first to comment