বছর শেষের আগেই কার্যকর হতে পারে ষষ্ঠ পে কমিশন; ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রাজ্য সরকারি কর্মচারিদের জন্য সুখবর ৷ খুব শীঘ্রই চালু হতে চলেছে ষষ্ঠ পে কমিশন ৷ বুধবার তারই ইঙ্গিত মিলল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ৷ দীর্ঘদিন ধরে ফাইলবন্দি পে কমিশনের রিপোর্ট জমা পড়বে শীঘ্রই ৷ এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বছর শেষের আগেই ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট নিয়ে সিদ্ধান্ত ৷ রিপোর্ট পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে ৷ একইসঙ্গে বছর শেষের আগেই ষষ্ঠ পে কমিশন চালুর ব্যাপারেও ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন, সময়ের তিন মাস আগেই রিপোর্ট চেয়েছি ৷ হাতে পেলেই চলতি বছর থেকেই নয়া বেতন কাঠামোয় বেতন পেতে পারেন রাজ্য সরকারি কর্মচারীরা।

উল্লেখ্য, কিছুদিন আগেই ষষ্ঠ পে কমিশনের মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করে রাজ্য সরকার ৷ কাজ প্রায় শেষ করে ফেলেছে অভিরূপ সরকারের নেতৃত্বাধীন কমিশন। শীঘ্রই সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পরিমার্জিত হতে চলেছে বলে খবর ৷

ষষ্ঠ বেতন কমিশনে প্রথমবার মেয়াদ বাড়ে ৬ মাসের জন্য ৷ ২৭ মে ২০১৬ থেকে ২৬ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত ৷ এরপর দ্বিতীয় বার মেয়াদ বাড়ে ১ বছরের জন্য ৷ ২৭ সেপ্টেম্বর ২০১৬ থেকে ২৬ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত ৷ তৃতীয়বারের জন্য ১ বছরের মেয়াদ বাড়ে (২৭ সেপ্টেম্বর ২০১৭ থেকে ২৬ সেপ্টেম্বর ২০১৮), চতুর্থবারের জন্য মেয়াদ বাড়ে ৬ মাসের জন্য (২৭ সেপ্টেম্বর ২০১৮ থেকে ২৬ মে ২০১৯) ও পঞ্চমবার ৭ মাসের জন্য বাড়ানো হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*