সরকার অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনা করবে কমিশন

Spread the love

রাজ্যের বিভিন্ন সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী এবং শিক্ষা বোর্ডগুলির কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনা করবে ষষ্ঠ বেতন কমিশন। আগামী তিনমাসের মধ্যে বেতন কমিশন তাদের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবে। এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করলো রাজ্যের অর্থ দফতর।

প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি কর্মচারীদের সভায় বেতন কমিশনের সুপারিশের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সুপারিশের প্রথম পর্যায়ের রিপোর্ট শোনান মুখ্যমন্ত্রী ৷ তিনি জানিয়ে দেন, আগামী বছর ১ জানুয়ারি থেকেই বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হবে ৷ এরপর রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সরকারি কর্মীদের বর্ধিত বেতনের অনুমোদন হয় ৷ বেতন কমিশনের সুপারিশ মেনে বর্তমানে মূল বেতন মহার্ঘ্য ভাতার সঙ্গে সংযুক্ত করানো হয়।

মূল বেতন এবং মহার্ঘ ভাতার উপর ১৪.২ শতাংশ বেতন বাড়ানো হয় ৷ DA, পে কমিশনের সঙ্গে যুক্ত করে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ৭০০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭,৯৯০ টাকা অর্থাৎ সবকিছু মিলিয়ে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বেড়ে হয়েছে ২০ হাজার ১৪৮ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*