পায়েলের উপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

Spread the love

চতুর্থ দফার ভোট ঘিরে উত্তেজনা ছড়াল বেহালা পূর্ব কেন্দ্রেও। বিজেপি প্রার্থী পায়েল সরকারের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। হরিদেবপুরের হসপিটল মোড়ে পায়েলের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। হামলার সময় গাড়িতেই ছিলেন পায়েল। তবে, তিনি অক্ষতই রয়েছেন। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

হামলার পর সংবাদমাধ্যমে পায়েল বলেন, ‘কাচ ভাঙার আওয়াজ পেয়ে পিছনে তাকাই। তখন বুঝতে পারি যে কেউ হামলা চালিয়েছে। এরকম ঘটনা গতকাল থেকেই ঘটছে। বাইকে করে দুই দুষ্কৃতী এসে হামলা চালিয়েছে। তবে দেখিনি কারা বাইকে ছিল। আমরা অভিযোগ জানাব’।

এই ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় বলেন, ‘পায়েল কোথায় ঘুরছে জানি না। পায়েলকে কেন মারছে জানি না। আমায় তো কেউ মারছে না। আমি তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করছি না। মল্লিকপুরে কী হয়েছে জানা নেই।’

উল্লেখ্য, ভোটের আগে কয়েকদিন আগে বেহালায় তুমুল উত্তেজনা ছড়ায়। বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকারের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে গোলমাল শুরু হয়। পায়েলকে ঘিরে ‘খেলা হবে’ স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। রত্নাকে ঘিরে পালটা বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। ‘জয় শ্রীরাম’ ধ্বনিও দেওয়া হয় এলাকায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*