রামনবমীতে ২৪ ঘন্টার জন্য চালু হল ‘পিস রুম’, সকাল থেকেই রাস্তায় ‘মোবাইল রাজভবন’

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রামনবমীতে কোনও রকম অশান্তি এড়াতে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যজুড়ে রামনবমী যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় তা নিশ্চিত করতে, রাজ্য সরকারকে ইতিমধ্যেই বেশকিছু পরামর্শ দিয়েছে রাজভবন। যথেষ্ট সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করার কথাও বলা হয়েছে। পাশাপাশি রবিবার ২৪x৭ ‘পিস রুম’ আবার চালু করা হয়েছে বলে জানা গিয়েছে রাজভবন সূত্রে, যেখানে বাড়তি কর্মী নিযুক্ত করা হয়েছে। যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করা যায়।
প্রাক্তন আইজি (এসএসবি) এস. বন্দ্যোপাধ্যায়কে এই কাজের জন্য টাস্ক ফোর্সের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। একটি র‍্যাপিড অ্যাকশন টিমও গঠন করা হয়েছে। যাঁরা কোনও ঘটনা ঘটলে দ্রুত প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকবে। একইভাবে ‘মোবাইল রাজভবন’ আজ সকাল থেকেই রাস্তায় রয়েছে।
রাজ্যপালের বিশেষ কর্তব্যরত আধিকারিক জানান, “রামনবমীতে রাজ্যপাল সকলকে আশ্বস্ত করেছেন যে, প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করবে এবং তিনি সর্বসাধারণের কাছে আহ্বান জানিয়েছেন যেন সকলে মিলে এই আনন্দঘন দিনকে মর্যাদা ও শালীনতার সঙ্গে উদযাপন করেন।”

রাজভবন পিস রুম যোগাযোগ নম্বর:
ফোন: 033-22001641
ইমেল: logsabha.rajbhavankolkata@gmail.com
generalcellgs@gmail.com
peaceroomrajbhavan@gmail.com

এদিকে, ধর্মীয় উস্কানি দিয়ে উৎসবকে সম্প্রদায়িক হানাহানির রূপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ বামেদের। তাই, বামপন্থীদের একত্র হওয়ার আহ্বান জানিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সিপিএম রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম কয়েকদিন আগেই বলেছিলেন, “যাঁরা মানুষকে ভাগ করতে চান তাঁদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে রাজ্যজুড়ে শান্তি শিবির খুলছে সিপিআইএম। শুধু সিপিআইএম নয়, তৃণমূল-বিজেপি বিরোধী যাঁরা মানুষের উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন, এমন মানুষদের একত্রিত হতে হবে।”
মালদার মোথাবাড়ি-সহ পশ্চিমবঙ্গের অন্যত্র সাম্প্রদায়িক উত্তেজনা থামিয়ে শান্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে, কয়েকদিন আগেই প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের কর্মী-সমর্থকরা শান্তি পদযাত্রা সংগঠিত করেন। আজ শান্তি মিছিল রয়েছে উত্তর কলকাতার বাগবাজারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*