বিখ্যাত ফুটবলার পেলে কি তবে সত্যিই মারা গেছেন?

Spread the love

গত দুদিন স্যোশাল মিডিয়ায় একটি খবর বিশালভাবে ভাইয়াল হতে শুরু করে তা হলো বিখ্যাত ব্রাজিলিয়ান ফুটবলার পেলের মৃত্যু খবর। তবে এ খবর ছড়িয়ে পড়ার পর বেশি সময় অপেক্ষা করতে হয়নি। এই খবর যে স্রেফ গুজব তা জানিয়ে দিয়েছেন পেলেরই এক প্রতিনিধি।

সোমবার পেলের ওই প্রতিনিধি পেলের মৃত্যু সংবাদ ভুয়ো বলে জানিয়েছেন। তিনি বলেন যে সেলিব্রিটিদের মৃত্যুর ভুয়ো খবর রটে যায়, তাঁদের মধ্যে পেলেও ঢুকে পড়লেন। কিন্তু তিনি বেঁচে আছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন। ইন্টারনেটে ঘুরতে থাকা খবরগুলিতে কান দেবেন না।’

তবে এর আগেও একবার পেলের মৃত্যুর সংবাদ নিয়ে হইচই ছড়িয়েছিল। গত বছর এপ্রিলে মূত্রনালীর সংক্রমণ নিয়ে পেলে ভর্তি হয়েছিলেন প্যারিসের একটি হাসপাতালে। সেসময় জানা যায়, পেলের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তারপরই রটে যায় পেলের মৃত্যু সংবাদ। পরে সংবাদমাধ্যমকে স্বয়ং ফুটবল সম্রাটই প্যারিসের হাসপাতাল থেকে বার্তা দিয়েছিলেন, ‘অ্যান্টিবায়োটিক ভাল কাজ করছে। আগের তুলনায় এখন আমি অনেক সুস্থ।’ তবে কিংবদন্তি ফুটবলার পেলের এই ভুয়ো মৃত্যু খবর ছড়ানোয় ইতিমধ্যেই নিন্দার ঝড়ও উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*