প্রয়াত ফুটবল সম্রাট পেলে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন ব্রাজিলের এই কিংবদন্তি। নভেম্বরের মাসে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ক্যানসারের পাশাপাশি হৃদযন্ত্র এবং কিডনিতেও সমস্যা ছিল ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলারের।
এদিন পেলের পরিবারের তরফে জানানো হয়েছে, দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হয়েছেন বিশ্ব ফুটবল সম্রাট পেলে। বয়স হয়েছিল ৮২। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবার দেওয়া নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো।১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ। পর পর চারটি বিশ্বকাপে খেলেছেন। তার মধ্যে তিন বার চ্যাম্পিয়ন সেলেকাওরা। বিশ্বের আর কোনও ফুটবলারের তিনটি বিশ্বকাপ জয়ের নজির নেই। এছাড়াও ফিফা’ ম্যাগাজিনের পাঠক এবং জুরি বোর্ডের বিচারে তিনিই বিংশ শতাব্দীর ‘শ্রেষ্ঠ’ ফুটবলার।
Be the first to comment