প্যানডেমিক করোনাভাইরাসের মোকাবিলায় ২২ মার্চ দেশজুড়ে জনতা কারফিউ-এর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন ছাড়া সেদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বেরোবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর ডাকে সাড়া দিয়ে রবিবার ছুটি ঘোষণা করেছে প্রায় সব সরকারি ও বেসরকারি সংস্থাগুলো।
এক ঝলকে দেখে নেওয়া যাক রবিবারের জনতা কারফিউ-এর জন্য কী ভাবে প্রস্তুত হচ্ছে গোটা দেশ।
শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত দেশের কোনও স্টেশন থেকে কোও প্যাসেঞ্জার ট্রেন ছাড়বে না।
রবিবার ভোর ৪টে থেকে রাত ১০টার পর্যন্ত বন্ধ থাকবে মেইল ও এক্সপ্রেস ট্রেন। বাতিল করা হবে সব ইন্টারসিটি এক্সপ্রেসও।
মুম্বই, দিল্লি, কলকাতা ও চেন্নাইয়ের সাবআরবান ট্রেন পরিষেবা কমিয়ে ন্যূনতম করা হবে।
রবিবার জনতা কারফিউ চলাকালীন সব উড়ান বন্ধ রাখার কথা ঘোষণা করেছে বাজেট এয়ারলাইন গোএয়ার।
ইন্ডিগো সেদিন উড়ানের সংখ্যা ৪০ শতাংশ কমিয়ে দেবে বলে জানিয়েছে।
জনতা কারফিউ চলাকালীন ঘরোয়া উড়ান যতটা সম্ভব কমিয়ে দেবে এয়ার ভিসতারাও।
জরুরি কারণে কারোর বাড়ি থেকে বেরনোর দরকার পড়লে তার জন্য পরিষেবা খোলা রাখবে বলে জানিয়েছে ওলা-উবেরের মতো অ্যাপ ক্যাবগুলি। তবে চালকদের যতটা সম্ভব কম রাস্তায় বেরোতে অনুরোধ করেছে তারা।
দিল্লিতে এদিন অটো রিকশা পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে অটো রিকশা চালকদের সংগঠন।
Be the first to comment