
রোজদিন ডেস্ক, কলকাতা:- ডায়মন্ড হারবার কেন্দ্রে লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল ইলেকশন পিটিশন। সেই পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুগত মজুমদার। ওই কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি, সিসিটিভি ফুটেজ-সহ অন্যান্য ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। জাতীয় নির্বাচন কমিশন ও দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিক বা জেলাশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে।
ডায়মন্ড হারবার লোকসভা আসনে ২০১৪ সালে প্রথমবার প্রার্থী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ভোটে জিতে তিনি সাংসদ হন। ২০১৯-এ ওই কেন্দ্রে তাঁর জয়ের ধারা অব্যাহত থাকে। ২০২৪ সালে তিনি জয়ের হ্যাটট্রিক করেন। ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি পেয়েছিলেন ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ টি ভোট। ২৪ সালে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছিল অভিজিৎ দাস (ববি)-কে। ভোটের ফলাফলে তিনি ছিলেন দ্বিতীয় স্থানে। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০। ওই আসনে সিপিএম প্রার্থী ছিলেন প্রতীক উর রহমান। তিনি পেয়েছিলেন ৮৬ হাজার ৯৫৪ টি ভোট।
ভোটের ফল প্রকাশের পর কারচুপির অভিযোগ তুলে সরব হন অভিজিৎ দাস। তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টে তিনি দায়ের করেন ইলেকশন পিটিশন। অবশেষে ওই মামলা শুনানির জন্য হাইকোর্টে গৃহীত হল। এই মামলার শুনানি হবে আগামী ৫ মে।
এই নিয়ে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, “ডায়মন্ড হারবারে নির্বাচন করতেই দেওয়া হয়নি বলে আমার মক্কেলের অভিযোগ ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থকরা পুরো নির্বাচনটাকেই প্রহসনে পরিণত করেছিলেন।’’ তিনি আরও বলেন, ‘‘সত্য সামনে আসতে সময় লাগে। সময়ের সঙ্গে সঙ্গে সত্যি উদঘাটিত হয়, সেটাও আমরা সুপ্রিম কোর্টে এসএসসির মামলায় দেখলাম। এখন দেখা যাক সত্যিটা কী।”
Be the first to comment