আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার অস্ট্রেলিয়ার এলিস প্যারি

DHAKA, BANGLADESH - APRIL 05: Ellyse Perry of Australia laughs during an Australia Women's nets session ahead of the ICC World Twenty20 Bangladesh 2014 Womens Final at Khan Shaheb Osman Ali Stadium, Fatullah on April 5, 2014 in Dhaka, Bangladesh. (Photo by Scott Barbour/Getty Images)
Spread the love

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই বছর থেকেই বর্ষসেরা মহিলা ক্রিকেটার পুরস্কার চালু করেছে। বৃহস্পতিবার আইসিসি ঘোষণা করে অস্ট্রেলিয়ার এলিস প্যারি ২০১৭ সালের বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। কিংবদন্তি মহিলা ক্রিকেটার রাসেল হেইহো ফ্লিন্টের নামের পুরস্কারটির নামকরণ করা হয়েছে রাসেল হেইহো ফ্লিন্ট অ্যাওয়ার্ড। সিডনির অলরাউন্ডার এলিস প্যারি ১৯টি আন্তর্জাতিক একদিনের ম্যাচে ৯০৫ রান করেন এবং ২২ উইকেট নেন । সম্প্রতি অ্যাসেজের একমাত্র টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২১৩ রানের অনবদ্য ইনিংস খেলার পাশাপাশি ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে জেতান। চারটি টি-টোয়েন্টিতে ২৮ রান করার পাশাপাশি ৪ উইকেট নেন এই অস্ট্রেলিয়ান সুন্দরী ক্রিকেটার। প্যারি ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। এছাড়া গত বছর ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে তুলতেও দারুণ ভূমিকা পালন করেন প্যারি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*