লাতিন আমেরিকার দেশ পেরু শেষ বিশ্বকাপ খেলেছিল ১৯৮২ সালে। দীর্ঘ ২৫ বছর পর রাশিয়ায় বিশ্বকাপে খেলার সু্যোগ এসেছে পেরুর কাছে। লাতিন আমেরিকার গ্রুপ থেকে তারা সরাসরি বিশ্বকাপে যাওয়ার সু্যোগ পায়নি, তাই প্লে-অফ ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের সাথে ওয়েলিংটনে ১১ই নভেম্বর। কিন্তু সমস্যা হয় পেরু দলের ক্যাপ্টেন পাওলো গুরেরো কে নিয়ে। তিনি দলের এক নম্বর ফুটবলার। কোয়ালিংফাইং রাউন্ডে পেরুর হয়ে অনেক গোল করেছেন তিনি। পাওলো গুরেরোকে বাদ দিয়েই পেরুকে প্লে-অফ ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডের সাথে। ডোপিং টেস্টে ব্যর্থ হওয়ার জন্য পাওলো গুরেরোকে ১ মাসের জন্য ফিফা সাসপেন্ড করেছে। সেক্ষেত্রে দলের প্রধান স্ট্রাইকার প্লে-অফের দুটো ম্যাচেই খেলতে পারবেন না।
এই মাসে প্লে-অফে্র ম্যাচে নিউজিল্যান্ড ও পেরু মুখোমুখি হবে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে। যেই জিতুক সে পরের বছর রাশিয়া বিশ্বকাপে খেলার সু্যোগ পাবে।
Be the first to comment