পেট্রো ইঞ্জিনিয়ারিং-এ স্বপ্নের কেরিয়ার

Spread the love

নানা আর্থিক মন্দা সত্ত্বেত্ত ভারতে আগামী বছরগুলিতে কয়েকটি শিল্পে দক্ষ প্রযুক্তিবিদদের চাহিদা বেড়ে যাবে কিন্তু সেই অনুপাতে দক্ষ প্রযুক্তিবিদদের সংখ্যা বাড়বে না।

কাজেই উচ্চাকাঙ্ক্ষী ভাল ছেলেমেয়েরা এখন থেকে সেইসব স্বপ্নের কেরিয়ারের কথা ভাবতে পারে। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে India Today পত্রিকা এমন কয়েকটি স্বপ্নের কেরিয়ারের কথা বলেছেন।

এইরকম এক স্বপ্নের কেরিয়ার পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। যে হারে ভারতে পেট্রোলিয়াম উৎপাদন বাড়ছে, বিশেষ করে অফশোর পেট্রোলিয়াম উৎপাদন ক্ষেত্রে যেভাবে ভারতের অগ্রগতি ঘটছে তাতে করে ২০১২ সালের মধ্যে ভারতে ৩০ হাজার পেট্রো প্রফেশনালের ঘাটতি হবে। আর ক’বছরের মধ্যে এই শিল্পের অর্ধেক প্রযুক্তিবিদ অবসর নেবেন। কিন্তু তাদের স্থান পূরণ করার মতো পর্যাপ্ত লোক এই শিল্পে নেই। এই শিল্পের জন্য চাই প্রচুর ভূবিজ্ঞানী Geo physic পড়া বিজ্ঞানী। যাঁরা বলে দিতে পারবেন কোথায় তেল আছে। এঁদের বেতন হবে ১২ লাখ থেকে ১৫ লাখ বছরে।

আগামী দিনগুলিতে অনেক পেট্রোলিয়াম উৎপাদন স্টেশন তৈরি হবে। উৎপাদনের যুক্ত ইঞ্জিনিয়াররা বেতন পাবেন বছরে ১০ থেকে ১২ লাখ। বিভিন্ন দেশে পেট্রোলিয়াম সরবরাহের

জন্য পাইপ লাইনের কাজেও কর্মী নিয়োগ হবে যাদের বেতন হবে ৩.৫ থেকে ৮.৫ লাখ বছরে। ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, ও এমবিএ করা ছেলেমেয়েরাও Applied Petroleum নিয়ে পড়তে পারবে। যদি University of Petroleum and Energy Studies-এ ভর্তি হতে পারা যায় তাহলে পিছন ফিরে তাকাতে হবে না। দেরাদুন, রাজমান্ডি ও গুরগাঁওতে এদের শাখা আছে। এখানে Oil and Gas, Power, Transport, Logistics and supply chain ও Infrastructure নিয়ে পড়া যেতে পারে। এঁদের এখানে Petroleum exploration, স্বাস্থ্য, নিরাপত্তা, Environmental engineering, Process designing engineering, Pipeline Engineering, ও Energy system এসব বিষয়গুলি নিয়ে B.Tech বা M.Tech করা যায়। অথবা Physics, Chemistry-তে M.Tech করেও Specialization করা যায়। ম্যনেজমেন্টেও এখন এইসব বিষয় এসে গেছে। যেমন Oil and Gas Management, Infrastructure Management, Power Management, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা MBA পড়তে আসবে তাদের জন্য বিভিন্ন রিফাইনারিগুলি নিয়োগপত্র হাতে নিয়ে অপেক্ষা করছে । MBA ছাড়াই এম টেক করলেই সাড়ে চার থেকে ন লাখ বার্ষিক বেতনের চাকরি মিলছে। পেট্রোশিল্পে ল গ্রাজুয়েটদেরও যথেষ্ট সুযোগ। আইন কানুন জানা ল গ্রাজুয়েটদের এই শিল্পে প্রচুর চাহিদা।

যেসব ইনস্টিটিউটে পেট্রোলিয়াম টেকনোলজি ও মাইনিং পড়ানো হয় তাদের ওয়েবসাইট গুলি হল-

Institutes :-

Indian School of Mines University, Dhanbad

Jharkhand, Web : www.ismdhanbad.ac.in

Institute of Petroleum Technology, Gandhinagar

Web : www.iptg.ac.in

University of Petroleum & Energy Studies

Dehradun/NCR- Gurgaon/ Rajahmundryin AP

Web : www.upesindia.org

· Dibrugarh University, Assam

Web : www.dibru.ac.in

*List of institutes is not exhaustive

   

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*