শুক্রবার ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের

Spread the love

জ্বালানি তেলের মূল্যে চড়াই অব্যাহত৷ শুক্রবার ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের৷ চলতি বছরে শুক্রবার দেশজুড়ে পেট্রল-ডিজেলের দাম পৌঁছাল সর্বোচ্চ সীমায়।

দিল্লিতে পেট্রোল-ডিজেলের দাম যথাক্রমে ২২ পয়সা প্রতি লিটার এবং ২৮ পয়সা প্রতি লিটার বেড়েছে৷ অন্যদিকে, মুম্বইয়ে সেই বৃদ্ধির পরিমাণ যথাক্রমে ২১ পয়সা প্রতি লিটার এবং ৩০ পয়সা প্রতি লিটার৷ কলকাতায় পেট্রলের দাম বেড়েছে লিটার প্রতি ২১ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২৮ পয়সা।
কলকাতায় পেট্রলের দাম বেড়েছে লিটার প্রতি ২১ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২৮ পয়সা।

দাম বেড়ে দিল্লিতে এই মুহূর্তে পেট্রলের মূল্য প্রতি লিটারে ৭৮.৫২ টাকা এবং ডিজেলের মূল্য প্রতি লিটারে ৭০.২১ টাকা৷ মুম্বইয়ে সেই বর্ধিত মূল্য পেট্রলে ৮৫.৯৩ টাকা এবং ডিজেলে ৭৪.৫৪ টাকা৷ কলকাতায় ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৩.০৬ টাকা ও পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৮১.৪৪ টাকা। চলতি বছরে পেট্রল-ডিজেলের এই দাম সর্বোচ্চ।

একদিকে যেখানে জ্বালানির মূল্য বাড়ছে, অন্যদিকে সেখানেই আরও নিচের স্তরে পৌঁছে গেল টাকার মূল্য৷ শুক্রবার ডলারের তুলনায় ২২ পয়সা কমে তা হয়েছে ৭০.৯৬৷ এখনও পর্যন্ত সবথেকে নিচের স্তরে টাকার মূল্য পৌঁছেছে বলে জানা যাচ্ছে৷ এদিকে গত ৮ মাসে ডিজেলের দাম বেড়েছে ১০.৬১ টাকা। অন্যদিকে এই সময়ে পেট্রলের দাম বেড়েছে ৮.৭৬ টাকা।
অর্থনীতিবিদদের একাংশের বক্তব্য, টাকার দাম কমে যাওয়ার সঙ্গেই জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া ওতপ্রোতভাবে যুক্ত। টাকার মূল্য যত কমবে, তার প্রভাব শুধুমাত্র জ্বালানি তেল নয়, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে সমগ্র অর্থ ব্যবস্থার উপর পড়বে বলেই মত অর্থনীতিবিদদের একটা বড় অংশের। তাঁদের বক্তব্য, সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের উচিত যত দ্রুত সম্ভব এই বিষয়ে আলোচনা করে সমাধান সূত্র বের করা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*