কেন্দ্র সরকার পেট্রোলের প্রতি লিটারে ১০ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা করে কর বাড়িয়েছে বলে জানাচ্ছে এএনআই। জানানো হয়েছে ৬ মে থেকেই এই রেট কার্যকর হবে। তেল বিপণন সংস্থাগুলির দ্বারা এই অতিরিক্ত দাম দেওয়া হবে। যার ফলে পেট্রোল পাম্পে দাম বাড়ছে না। এই শুল্ক বাড়ানো থেকে যা আয় হবে তা, উৎপাদন খাতে ও অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন এক কর্তা।
সেন্ট্রাল বোর্ড অব ইন্ডায়রেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস-এর জারি করা নোটিশ জানাচ্ছে, পেট্রোলের ক্ষেত্রে অতিরিক্ত আবগারি শুল্ক প্রতি লিটারে দুই টাকা এবং রোড সেস প্রতি লিটারে আট টাকা বাড়ানো হয়েছে।
মার্চের পর আন্তর্জাতিক তেলের দাম কমে যাওয়ার ফলে লাভ পেতে দ্বিতীয়বারের জন্য আবগারি শুল্ক বাড়াল কেন্দ্র। মার্চে এর আগে ৩ টাকা করে পেট্রোল ডিজেলের ওপর শুল্ক বাড়ানো হয়েছিল।
তেল বিপণন সংস্থাগুলি এই অতিরিক্ত দামের ভার গ্রহণের ফলে মধ্যবিত্তের পকেট বরাত জোরে রক্ষা পেল। কারণ যদি এই শুল্ক চাপানো দামে পেট্রোল ডিজেল মানুষকে কিনতে হত, তবে লকডাউনের পরবর্তী পর্যায়ে পকেটে টান পড়ত সাধারণ মানুষের।
Be the first to comment