লাগাতার বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম

Spread the love

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় সর্বকালীন রেকর্ড দাম পেট্রোলের। বৃহস্পতিবারের পর শনিবারও প্রতি লিটারে ৮৪ পয়সা করে বাড়ল পেট্রোলের দাম। ডিজেলের দামও লিটার প্রতি ৮০ পয়সা বেড়েছে। কলকাতায় ১০০ ছুঁইছুঁই ডিজেলের দাম। শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১১২ টাকা ১৯ পয়সা এবং লিটার প্রতি ডিজেলের দাম ৯৭ টাকা ০২ পয়সা হয়েছে। ১২ দিনে ১০ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম।

দেখে নেওয়া যাক কোন শহরে আজ কত দাম পেট্রোল-ডিজেলের

শহর                       পেট্রোল                                ডিজেল
দিল্লি                ১০২ টাকা ৬১ পয়সা                   ৯৩ টাকা ৮৭ পয়সা
মুম্বই                ১১৭ টাকা ৫৭ পয়সা                   ১০১ টাকা ৭৯ পয়সা
কলকাতা         ১১২ টাকা ১৯ পয়সা                     ৯৭ টাকা ০২ পয়সা
চেন্নাই             ১০৮ টাকা ২১ পয়সা                  ১০৮ টাকা   ২১ পয়সা

বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। বিরোধীদের এই ধরনের মন্তব্যের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে অর্থ বিলের উপর বিতর্কের সময় বলেন, বিশ্বব্যাপী যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই যুদ্ধের পরিস্থিতির কারণে দাম বাড়ছে এবং এর সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই।

ভোট মিটতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করেছিল অনেকেই। সেই আশঙ্কাকে সত্যি করে বাড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। পাশাপাশি ৫০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দামও। একদিকে পেট্রোল-ডিজেল, অন্যদিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় অনেকটাই চিন্তিত সাধারণ মানুষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*