টানা ১০ দিন ধরে বেড়েই চলেছে তেলের দাম। দাম বাড়ল বুধবারও। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তেল কোম্পানিগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবারের তুলনায় ২৬ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম লিটারপ্রতি ৭০ টাকা ৮৯ পয়সা। পেট্রোলের দাম লিটারপ্রতি ৭৯ টাকা ৮৩ পয়সা।
মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮৪ টাকা ৯৯ পয়সা। দিল্লিতে দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৭৭ টাকা ১৭ পয়সা। রাজধানীতে পেট্রোলের দাম এত বেশি আর আগে হয়নি। পটনা ও ভোপালে এর দাম লিটারে ৮২ টাকা ছাড়িয়ে গিয়েছে। দিল্লিতে ডিজেলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ৬৮ টাকা ৩৪ পয়সা। মুম্বইয়ে ৭২ টাকা ৭৬ পয়লা এবং চেন্নাইয়ে ৭২ টাকা ১৪ পয়সা।
অন্যদিকে, লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। ১ জুন থেকে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। পেট্রোল ডিলারদের অভিযোগ, জ্বালানির দাম এভাবে রোজ বাড়ায় পেট্রোলকর্মীদের সঙ্গে খদ্দেরদের নিত্য ঝামেলা হচ্ছে। এই কারণেই ১১ দিনের সময়সীমা বেঁধে দিলেন পেট্রোল ডিলাররা। তাঁদের দাবি, এই ১১ দিনের মধ্যে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে, তা না হলে ১ জুন থেকে ধর্মঘটের পথে হাঁটবে পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন।
Be the first to comment