ফের দাম বাড়লো পেট্রল ও ডিজেলের। পেট্রোলের দাম লিটার প্রতি ৬২ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি বাড়লো ৬৪ পয়সা। আগামীদিনে দাম আরও বাড়ার আশঙ্কা করেছে বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, ১ জুন থেকে দেশে শিথিল হয়েছে লকডাউন। এরপর ৬ জুন থেকে প্রতিদিনই পেট্রল-ডিজ়েলের দাম বেড়েছে। শনিবারই পেট্রোলের দাম প্রতি লিটারে ৫৯ পয়সা বেড়েছিলো। ডিজেলের দাম বেড়েছিল প্রতি লিটারে ৫৮ পয়সা ৷ তার ২৪ ঘণ্টা পার হতে না হতেই ফের ৬২ পয়সা ও ৬৪ পয়সা বাড়লো পেট্রল- ডিজেলের দাম।
আজ দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৫.৭৮ টাকা প্রতি লিটার। ডিজ়েলের দাম ৭৪.০৩ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রোলের দাম ৮২.৭০ টাকা প্রতি লিটার ও ডিজেল ৭২.৬৪ টাকা প্রতি লিটার।
এদিকে আজ কলকাতায় পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৭.৬৪ টাকা। ডিজেল ৬৯.৮০ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ৭৯.৫৩ টাকা ও ডিজেল ৭২.১৮ টাকা প্রতি লিটার। দাম বেড়েছে নয়ডা, বেঙ্গালুরু, গুরুগ্রামেও।
জ্বালানি তেলের দাম বাড়লেও অপরিশোধিত তেলের দাম পড়েছে। শুক্রবার দাম পড়েছে ০.২৬ শতাংশ। আন্তর্জাতিক বাজারে চাহিদা কম থাকায় অপরিশোধিত তেলের দাম পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Be the first to comment