মঙ্গলবার পেট্রোলের দাম ২০ পয়সা বেড়ে দিল্লিতে প্রতি লিটারে ৭৯.৭৬ টাকা হয়েছে ৷ দিল্লিতে এক লিটার ডিজেলের দাম ৫৫ পয়সা বেড়ে ৭৯.৪০ টাকা হয়েছে ৷ দিল্লিতে এদিন পেট্রোল ও ডিজেলের দামে মাত্র ৩৬ পয়সার পার্থক্য রয়েছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডিজেলের উপর পেট্রোলের থেকে বেশি ভ্যাট লাগে ৷ তাই দাম বাড়ারের জেরে ডিজেলের দাম অনেকটাই বেড়েছে ৷
লকডাউনের সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কম ছিল ৷ তবে এক মাসে তা দ্বিগুণ হয়েছে ৷ অন্যদিকে সরকারের তরফে এক্সাইজ ডিউটি বাড়ানো হয় ৷ সেই সময় তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলে ট্যাক্স বৃদ্ধি করেনি ৷ তবে এখন দেশের বাজারে তেলের দাম বাড়িয়েই চলছে সংস্থাগুলি যাতে তাদের লাভের পরিমাণ ঠিক রাখতে পারে ৷
দিল্লি:
১ লিটার পেট্রোলের দাম ৭৯.৭৬ টাকা
১ লিটার ডিজেলের দাম ৭৯.৪০ টাকা
নয়ডা:
১ লিটার পেট্রোলের দাম ৮০.৫৭ টাকা
১ লিটার ডিজেলের দাম ৭১.৬৬ টাকা
গুরুগ্রাম
১ লিটার পেট্রোলের দাম ৭৭.৯৯ টাকা
১ লিটার ডিজেলের দাম ৭১.৭৬ টাকা
লখনউ
১ লিটার পেট্রোলের দাম ৮০.৪৬ টাকা
১ লিটার ডিজেলের দাম ৭১.৫৮ টাকা
মু্ম্বই
১ লিটার পেট্রোলের দাম ৮৬.৫৪ টাকা
১ লিটার ডিজেলের দাম ৭৭.৭৬ টাকা
চেন্নাই
১ লিটার পেট্রোলের দাম ৮৩.০৪ টাকা
১ লিটার ডিজেলরে দাম ৭৬.৭৭ টাকা
কলকাতা
১ লিটার পেট্রোলের দাম ৮১.৪৫ টাকা
১ লিটার ডিজেলের দাম ৭৪.৬৩ টাকা
Be the first to comment