শনিবার সকালেও রেকর্ড হারে কমল পেট্রল-ডিজেলের দাম

Spread the love
জ্বালানিতে স্বস্তি মিলেছে অনেকদিন। তবে, সেই স্বস্তি যে এতটা সুখকর হবে তা হয়ত ভাবা যায়নি। প্রতিদিন জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে কমছে। শনিবার সকালেও রেকর্ড হারে কমল পেট্রল-ডিজেলের দাম। আইওসিএল সূত্রে খবর, দেশজুড়ে পেট্রলের দাম ২২ পয়সা কমেছে। ডিজেলের দামেও রেকর্ড পতন, কমেছে ২৫ পয়সা। যা চলতি মাসে নতুন রেকর্ড গড়ল।
দেখে নেওয়া যাক দেশের প্রধান শহর গুলিতে  লিটার প্রতি জ্বালানি তেলের দাম-
শহর                 পেট্রল (লিটার প্রতি)         ডিজেল (লিটার প্রতি)
কলকাতা            ৭২.৭৫ টাকা                   ৬৭.০৩ টাকা
দিল্লি                   ৭০.৭০ টাকা                    ৬৫.৩০ টাকা
চেন্নাই                  ৭৩.৩৩ টাকা                 ৬৮.৯৩ টাকা
মুম্বই                    ৭৬.২৮ টাকা                  ৬৮.৩২ টাকা
আগামী দিনেও এইভাবেই কমবে পেট্রল-ডিজেলের দাম বলে মনে করা হচ্ছে। এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত  জ্বালানি তেলের মূল্য সূচক প্রতিদিনই তেজি হচ্ছিল। আশঙ্কা করা হয়েছিল পেট্রল মূল্য হয়ত লিটার প্রতি ১০০ ছোঁবে। মুম্বইতে সেই সময় পেট্রল মূল্য লিটার প্রতি ৯০ টাকার উপরেও হয়ে গিয়েছিল। পরিস্থিতির মোকাবিলায় ৪ অক্টোবর পেট্রল-ডিজেলের দাম লিটার প্রতি আড়াই টাকা কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
কীভাবে?
লিটার প্রতি আড়াই টাকা কমিয়ে অন্তঃশুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেন, পেট্রল- ডিজেল উভয় ক্ষেত্রেই প্রতি লিটারে আড়াই টাকা দাম কমবে, এর মধ্যে কেন্দ্র প্রতি লিটারে  দেড় টাকা করে অন্তঃশুল্ক হ্রাস করবে। অন্য দিকে তেল সংস্থাগুলিও লিটার প্রতি ১টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করে। রাজ্যগুলিকেও তেলের উপর চাপানো করের পরিমান কমানোর কথা বলা হয়। যা মেনে চলে দেশের বিভিন্ন রাজ্য। এর মধ্যে সবার আগে ছিল বিজেপি শাসিত রাজ্যগুলিই।
কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে প্রতিদিনই  পেট্রল-ডিজেলের দাম কয়েক পয়সা করে কমছে। শনিবার যা জ্বালানি মূল্যে  নতুন রেকর্ড গড়ল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*