৮২ দিন থেমে থাকার পর দাম বেড়েছিল পেট্রোল-ডিজেলের ৷ আজ, সোমবারও আরও একবার দাম বাড়ল ৷ এই নিয়ে টানা দ্বিতীয় দিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের ৷ রবিবারের পর আজ, সোমবারও ৬০ পয়সা দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের ৷ পেট্রোলের দাম সোমবার লিটার প্রতি দাঁড়িয়েছে ৭২.৪৬ টাকা ৷ রবিবার যা ছিল ৭১.৮৬ টাকা ৷ পাশাপাশি ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭০.৫৯ টাকা ৷ রবিবার যা ছিল ৬৯.৯৯ টাকা ৷
নিয়মিতভাবে তেল ও এলপিজির মূল্য পর্যালোচনা করার সময়ে ১৬মার্চ পর্যন্ত পেট্রোল ও ডিজেলের দাম স্থির রেখেছিল সরকার অধিকৃত তেল সংস্থাগুলি। যদিও সেই সময় তেলের আন্তর্জাতিক বাজার টালমাটাল ছিল।
আন্তর্জাতিক ক্ষেত্রে দাম নেমে যাওয়ায় সরকার লাভের জন্য পেট্রোল ও ডিজেলে লিটার প্রতি ৩ টাকা আমদানি শুল্ক বাড়ায় সরকার। ফলে গাড়ির জ্বালানির দাম স্থির থাকে। ৬মে আবারও পেট্রোলে লিটার প্রতি ১০ টাকা এবং ডিজেলে ১৩ টাকা করে আমদানি শুল্ক বাড়ায় সরকার।
Be the first to comment