টানা ১১ দিন! লাগামছাড়া ভাবে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল ৯১ টাকা ৩৯ পয়সা। যা আগের দিনের তুলনায় ৩ পয়সা বেশি। তবে অনেকটা বেড়েছে ডিজেলের দাম। আগের দিনের তুলনায় ৩৩ পয়সা বেশি হয়ে কলকাতায় ডিজেল বিকোচ্ছে লিটার প্রতি ৮৪ টাকা ১৭ পয়সা দরে।
এমনকি রাজধানী দিল্লিতেও এদিন পেট্রোল ৯০ এর গণ্ডি পার করে ফেলেছে। রাজধানীতে লিটার প্রতি তেলে মূল্যবৃদ্ধি হয়েছে ৩১ পয়সা। যার জেরে সেখানে পেট্রোলের দাম ৯০ টাকা ২৩ পয়সা প্রতি লিটার। ডিজেলে বেড়েছে লিটারে ৩৩ পয়সা। দাম হয়েছে ৮০ টাকা ৬৪ পয়সা।
মুম্বইতে দাম আকাশ ছুঁয়েছে। পেট্রোলের আজকের দাম ৯৬.৬ টাকা। যেখানে ডিজেল বিকোচ্ছে ৮৭ টাকা ৬৫ পয়সা দরে।
বিরোধীরা পেট্রোল-ডিজেলের দর নিয়ে রাস্তায় প্রতিবাদে নামলেও তাতে খুব একটা কাজ হচ্ছে না। দিনের পর দিন মহার্ঘ্য হচ্ছে জ্বালানি। ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। অন্যদিকে জ্বালানির খরচ বেড়ে ট্রান্সপোর্টে খরচ বেশি লাগ্লে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও খুব শিগগিরি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মধ্যপ্রদেশে পেট্রোলের দাম বুধবার একশো টাকা ছাড়িয়ে যায়। পেট্রোলের চড়া দাম হওয়ায় ভোপালের একটি পেট্রোল পাম্পে অভিনব প্রতিবাদে সামিল হয়েছিলেন এক যুবক। একটি ক্রিকেট ব্যাট এবং হেলমেট নিয়ে বিক্ষোভ শুরু করেন এক যুবক। অর্থাৎ সেঞ্চুরি পার করে ফেলেছে পেট্রোল। দ্রুত তাঁর ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
Be the first to comment