বাংলায় সেঞ্চুরি হাঁকালো পেট্রল! কলকাতায় কত দাম? জানুন

Spread the love

দেশের একাধিক জায়গায় পেট্রলের দাম আগেই সেঞ্চুরি হাঁকিয়েছিল। রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় পেট্রলের দাম যখন ১০০ পার করে তখন, বাংলায় পেট্রলের দাম ছিল ৯৫-এর আশেপাশে। এবার এ রাজ্যেও একাধিক জেলায় লিটার প্রতি পেট্রলের দাম পার করে গেল ১০০ টাকা!

উত্তরবঙ্গের দার্জিলিং-এ শনিবার পেট্রলের দাম দাঁড়ায় লিটার প্রতি ১০০ টাকা ৪৮ পয়সা। কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরের কিছু পেট্রল পাম্পে এদিন ১০০ টাকার বেশি দরে বিকিয়েছে পেট্রল। তবে কলকাতায় দাম এখনও ১০০ না পেরোলেও, দাম রয়েছে সেঞ্চুরির দোরগোড়ায়। শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দর রয়েছে ৯৯ টাকা ০৪ পয়সা। গ্রাহকদের আশঙ্কা, যে হারে দাম বাড়ছে, তাতে আগামী সপ্তাহেই ১০০ টাকার বেশি দরে পেট্রল কিনতে হবে কলকাতাতেও!

একনজরে দেখে নেওয়া যাক অন্য শহরে পেট্রল ডিজেলের দাম-

দেশের রাজধানী দিল্লি শহরে আজ লিটার প্রতি পেট্রল ৯৯ টাকা ১৬ পয়সা। সেঞ্চুরি থেকে আর মাত্র ৮৪ পয়সা দূরে দাঁড়িয়ে আছে পেট্রল৷। অপরিবর্তিত ডিজেল। লিটার প্রতি দাম ৮৯ টাকা ১৮ পয়সা।

দেশের দ্বিতীয় মেট্রো শহর হিসেবে মুম্বইয়ের পর চেন্নাইয়ে শুক্রবার ১০০ এর বেঞ্চমার্ক পার করছে পেট্রল। আজ শনিবার চেন্নাই শহরে প্রতি লিটার পেট্রলের দাম ১০০ টাকা ১৩ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম লিটারে ৯৩ টাকা ৭২ পয়সা।

দেশের বাণিজ্যনগরী অর্থাৎ মুম্বই শহরে এর আগেই শতক ছুঁয়েছিল পেট্রল। মুম্বই শহরে প্রতি লিটার পেট্রলের দাম ১০৫ টাকা ২৪ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম লিটারে ৯৬ টাকা ৭২ পয়সা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*