সোমবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। টানা ১৫দিন ধরেই দাম বেড়ে চলেছে জ্বালানির। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৮০ টাকা ৯১ পয়সা। রবিবার ছিল ৮০ টাকা ৮৪ পয়সা। আজ কলকাতায় ডিজেলের দাম ৭১ টাকা ৭২ পয়সা। রবিবার ছিল ৭১ টাকা ৬৯ পয়সা।
পেট্রোপণ্য অগ্নিমূল্যের ফলে পাল্লা দিয়ে চড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ৷ উল্লেখ্য, রবিবারই রাজ্যের ট্রাক ও বাস মালিক সংগঠেনের বৈঠক লাগাতার ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে ৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৮জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের পথে হাটতে চলেছে ট্রাক মালিক সংগঠন ৷ বাস ভাড়া বৃদ্ধির দাবিও উঠছে বৈঠক থেকে ৷ ২৯তারিখ শহরে মিছিলের ডাক দিয়েছে বাস মালিক সংগঠন ৷ পেট্রোল, ডিজেলের দামে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কর হঠানোর দাবি জানিয়েছে তারা ৷ অন্যদিকে এইভাবে অনিয়ন্ত্রিত দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেসও ৷
Be the first to comment