মাসের পয়লা তারিখেই ফের দাম বাড়ল জ্বালানির। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে কমেছে টাকার মূল্য। এর ফলে পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোপণ্যের দামও। স্বাভাবিক ভাবেই এর ফলে দাম বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও। তাই মাসের শুরুতেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের।
শনিবার ১ সেপ্টেম্বর কলকাতায় পেট্রলের দাম ২১ পয়সা বেড়ে হয়েছে লিটার প্রতি ৮১.৪৪ টাকা। দিল্লিতে ১৬ পয়সা দাম বেড়েছে পেট্রলের। শনিবার দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ৭৮.৬৮ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে গতকালের তুলনায় ১৬ পয়সা বেড়ে পেট্রলের দাম হয়েছে লিটার প্রতি ৮৬.০৯ টাকা। চেন্নাইয়েও ২৪ পয়সা বেড়ে পেট্রলের দাম শনিবার লিটার প্রতি ৮১.৫৯ টাকা।
পেট্রলের সঙ্গে পাল্লা দিয়ে দিল্লি ও মুম্বইতে বেড়েছে ডিজেলের দামও। দিল্লিতে গতকালের তুলনায় ২১ পয়সা বেড়ে ডিজেলের দাম লিটার প্রতি ৭০.৪২ টাকা। মুম্বইতে ২২ পয়সা বেড়ে শনিবার ডিজেলের দাম লিটার প্রতি ৭৪.৭৬ টাকা। তবে ডিজেলের ক্ষেত্রে কিছুটা স্বস্তিতে শহর কলকাতা ও চেন্নাইয়ের বাসিন্দারা। কারণ এই দুই মেট্রোপলিটন শহরে শনিবার কমেছে ডিজেলের দাম। কলকাতায় গতকালের তুলনায় ৭২ পয়সা কমেছে ডিজেলের দাম। অন্যদিকে চেন্নাইয়ে ডিজেলের দাম কমেছে ৬৯ পয়সা। শনিবার কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি ৭৩.০৬ টাকা। অন্যদিকে চেন্নাইয়ে ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৭৪.১৯ টাকা।
লাগাতার পেট্রল ডিজেলের দাম বাড়ার ফলে সমস্যায় সাধারণ মানুষ। চিন্তার ভাঁজ গাড়ি কোম্পানির মালিকদের কপালেও। পরিসংখ্যান অনুযায়ী লাগাতার দাম বৃদ্ধির ফলে গাড়ি কেনার সংখ্যা কমছে। তার ফলে ব্যবসা মার খেলে আখেরে লোকসান দেশের অর্থনীতিরই। এখন দেখার কবে এই সমস্যা থেকে সুরাহা মেলে দেশবাসীর।
Be the first to comment