পেট্রল-ডিজেলের দাম ফের ঊর্ধ্বমুখী। এই নিয়ে টানা চার দিন কলকাতা-সহ ওই শহরগুলিতে জ্বালানীর দাম বাড়ল। শুক্রবার এর দাম এখনও পর্যন্ত সবচেয়ে বেশি হয়েছে।
শুক্রবার সকাল থেকে কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ৮৯.৪৪ টাকা। অন্য দিকে, ডিজেলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৮১.৯৬ টাকা। দিল্লিতে ২৯ পয়সা বেড়ে ১ লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৮৮.১৪ টাকা। রাজধানীতে ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। শুক্রবার তা বিক্রি হচ্ছে লিটার প্রতি ৭৮.৩৮ টাকায়।
মুম্বইতে ১ লিটার পেট্রলের দাম হয়েছে ৯৪.৬৪ টাকা এবং ওই একই পরিমাণ ডিজেল কিনতে খরচ করতে হচ্ছে ৮৫.৩২ টাকা। এই তিন শহরের পাশাপাশি দেশের অন্য মেট্রো শহর চেন্নাইতে প্রতি লিটার পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ৯০.৪৪ ও ৮৩.৫২ টাকা।
Be the first to comment