সেঞ্চুরি হাঁকালো পেট্রোল; সরকার না ব্যবস্থা নিলে হবে ধর্না

Spread the love

পেট্রলের দামে শুক্রবারই ‘সেঞ্চুরি’ হাঁকিয়েছে পশ্চিমবঙ্গ। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে অন্তত সাতটি জেলার বিভিন্ন জায়গায় লিটার প্রতি পরিবহণ জ্বালানিটির দাম ছাড়িয়েছে ১০০ টাকা। তেলের এই দাম নিয়ে সাধারণ মানুষ যেমন জেরবার, তেমনই ক্ষুব্ধ পেট্রল পাম্প ব্যবসায়ীরাও।

দামে রাশ টানার ব্যাপারে সরকার ব্যবস্থা না-নিলে আগামী দিনে ধর্না, এমনকি পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। পাশাপাশি শনিবারই কয়েক জন বিরোধী নেতা অটলবিহারী বাজপেয়ীর ১৯৭৩ সালের একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, পেট্রলের দাম ৭ পয়সা বৃদ্ধির প্রতিবাদে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তৎকালীন জনসঙ্ঘ নেতা গরুর গাড়িতে চেপে সংসদ ভবনে যাচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*