রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দু-একদিন অন্তর বাড়িয়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম।
আজ বৃহস্পতিবার, পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ০৭ পয়সা বাড়ল। ফলে, কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ৬৩ পয়সা। ডিজেলের নতুন দাম হল ৯১ টাকা ১৫ পয়সা।
গত রবিবার কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২৬ পয়সা করে বেড়ে হয়েছিল যথাক্রমে হয়েছিল যথাক্রমে ৯৭.১২ টাকা ও ৯০.৮২ টাকা। গত শুক্রবার পেট্রোলের দাম লিটার প্রতি ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ২৯ পয়সা বেড়ে হয়েছিল যথাক্রমে ৯৬.৮৪ টাকা ও ৯০.৫৪ টাকা। করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম এক-দুদিন অন্তর বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী।
Be the first to comment