দিন দিন বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। আর এই মূল্যবৃদ্ধির জেরে বিপাকে আমজনতা। মঙ্গলবার পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, তেল কম্পানিগুলির সঙ্গে তারা বৈঠক করবেন ৷ অনুমান করা হচ্ছে যে, বৈঠকে জ্বালানির দাম কমানোর বিষয় নিয়ে আলোচনা করা হবে ৷ এই বৈঠকের পর পেট্রোল ডিজেলের দাম কমার সম্ভাবনা রয়েছে ৷
উল্লেখ্য, পেট্রোপণ্যে মোটা উৎপাদন শুল্ক বসিয়ে কোষাগার ভরানোর রাস্তা নিয়েছিল মোদী সরকার। আর বিশ্বের বাজারে তেলের দাম বাড়তেই তারা কার্যত হাত তুলে নিয়েছে। মঙ্গলবার দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৬.৮৩ টাকা ৷ ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৮.০৪ টাকা প্রতি লিটারে ৷ কলকাতা ডিজেলের দাম হল লিটার প্রতি ৭০ টাকা ৬৩ পয়সা। পেট্রোলের দাম বেড়ে হল লিটারপ্রতি ৭৯ টাকা ৫৩ পয়সা।
Be the first to comment