এশিয়ার মাটিতে সাম্প্রতিক সময়ে সব থেকে বড় নাশকতার সাক্ষী থাকলো ফিলিপিন্স ৷ জানা গিয়েছে রবিবার জোলো দ্বীপের রোমান ক্যাথলিক ক্যাথিড্রালে পরপর বিস্ফোরণ ঘটে ৷ তার জেরে প্রার্থনায় উপস্থিত অনেকের মৃত্যু হল ৷ প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে ৷ জখম আরও ৫০ ৷ তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক ৷
উল্লেখ্য, রবিবার খ্রিষ্টান ধর্মাবলম্বীরা তাঁদের বিশেষ প্রার্থনার জন্য গির্জায় জড়ো হয়েছিলেন। তখনই জোড়া বিস্ফোরণ ঘটানো হয় ৷ প্রথম বোমাটি বিস্ফোরণ হওয়ার পরেই গির্জা সংলগ্ন পার্কিং লটে আরও একটি বোমা ফাটানো হয় ৷ এতে কয়েকজন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে ৷
তবে ঘটনায় এখনও কোনও জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করেনি।
Be the first to comment