বিমান উড়ানের আগে দশ মাসের জেল হয়েছে জাপানি পাইলট কাৎসুতোশি জিতসুকাওয়ার; পড়ুন!

Spread the love
বিমান ওড়ার ৫০ মিনিট আগে পরীক্ষা করা হচ্ছিল পাইলটকে। আর তখনই জানা গেল, সর্বোচ্চ মাত্রার চেয়ে ১০ গুণ বেশি পরিমাণে অ্যালকোহল খেয়ে রয়েছেন তিনি! লন্ডন থেকে হিথরোগামী বিমানের উড়ানের আগের এই ঘটনায় দশ মাসের জেল হয়েছে জাপানি পাইলট কাৎসুতোশি জিতসুকাওয়ার।
এমন অবিবেচকের মতো কাজ করার জন্য ৪২ বছরের এই পাইলটকে ভর্ৎসনা করে হিথরো আদালত। প্রসঙ্গত, এমন অভিযোগ তাঁর বিরুদ্ধে এই প্রথম নয়। আদালত বলে, “এত অভিজ্ঞ পাইলট হওয়ার পরেও আপনি এমনটা কী করে করতে পারেন বারবার! তার চেয়েও গুরুত্বপূর্ণ, প্রায় ১২ ঘণ্টারও বেশি সময়ের একটি উড়ানে আপনি যাত্রী-সুরক্ষার কথা ভাবলেন না!”
সূত্রের খবর, ওই পাইলট রীতিমতো মাতালের মতো আচরণ করছিলেন। তাঁর চোখ ঘোলাটে হয়ে এসেছিল, তিনি সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না। পরীক্ষা করে দেখা যায়, প্রতি ১০০ মিলিলিটার রক্তে যেখানে অ্যালকোহলের মাত্রা ৯৩ মিলিগ্রাম, সেখানে তাঁর শরীরে পাওয়া যাচ্ছে দশ গুণ বেশি পরিমাণে।
এই কারণে বিমানটি উড়তেও ৭০ মিনিট দেরি হয়। হয়রানি হ ২৪৪ জন যাত্রীর। অভিযুক্ত পাইলটের আইনজীবী জানিয়েছেন, পরপর কয়েকটি দীর্ঘ উড়ান থাকায় অনিদ্রা ও অবসাদে ভুগছিলেন তাঁর মক্কেল। তাঁর এই কাজের জন্য তিনি বিমান কর্তৃপক্ষ ও যাত্রীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*