
রোজদিন ডেস্ক, কলকাতা:- মাঝ আকাশে বিমান প্রদর্শনী দেখাতে গিয়ে বিপত্তি! ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন বিমান চালক। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত সালদানহার বায়ুসেনা ঘাঁটিতে। জানা গিয়েছে মাঝ আকাশে এয়ার শো চলাকালীন হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই বিমানের পাইলট।
তারপরই মুহুর্তের মধ্যে ঘটে যায় দুর্ঘটনা। প্রাণ হারান পাইলট। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার বেসামরিক বিমান কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, যে মুহুর্তে পাইলট মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারান সেই মুহুর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, আকাশে এয়ার শো চলাকালীন হঠাৎই অনিয়ন্ত্রিত ভাবে ঘুরতে থাকে দুর্ঘটনাগ্রস্ত ওই প্লেনটি। এরপর সেটি মাটিতে ভেঙে পড়ে। বিমানের মধ্যে পাইলট একা থাকায় শুধুমাত্র তিনিই প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে।
মৃত ওই পাইলটের নাম- ও কর্নেল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওই এয়ার শো’র আয়োজক সংস্থা। একটি বিবৃতি দিয়ে সংস্থার তরফে বলা হয়েছে, ”ওয়েস্ট কোস্টে এয়ার শো চলাকালীন দুর্ঘটনায় একজন পাইলট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
Tragic crash of 1970s light combat aircraft Impala ZU-IMP today at Saldanha Airshow in #SouthAfrica. I attended the show, due to low ceiling only very limited flights. Had inspected the plane this morning, but had left when it happened. Pilot died
#aircrash #avgeek pic.twitter.com/pExY9qt33M
— Andreas Spaeth (@SpaethFlies) March 22, 2025
Be the first to comment