ককপিটে ঘুমিয়ে বেহুঁশ পাইলট, ভুল দিকে চলে গেল প্লেন; পড়ুন!

Spread the love

প্রতীকী ছবি,

ককপিটে ঘুমিয়ে বেহুঁশ পাইলট। ভুল দিকে চলে গেল প্লেন। অষ্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) সূত্রে জানা গেছে, এটি পিএ-৩১ মডেলের ছোট চার্টার্ড প্লেন ছিল। একজন যাত্রী নিয়ে ডেভোনপোর্ট থেকে তাসমানিয়ার কিং আইল্যান্ডে যাওয়ার কথা ছিল। পথে যেতে যেতেই বিপত্তি। অটোপাইলট মোডে দিয়ে ঘুমিয়ে পড়েন পাইলট। যখন ঘুম ভাঙ্গে তখন দেখেন নির্দিষ্ট এয়ারপোর্ট ছাড়িয়ে আরও ৫০ কিলোমিটার দূরে চলে গেছেন পাইলট।

এদিকে আচমকাই প্লেনের গতিপথ পরিবর্তিত হওয়ায়, সঙ্গে এটিসি সতর্ক হয়ে ওঠে। জঙ্গি হানার আশঙ্কা করে তড়িঘড়ি এটিএসবিকে বিষয়টি জানানো হয়। পাশাপাশি, বারবার পাইলটকে নির্দিষ্ট কোর্সে ফিরে আসতে বলা হয়। ততক্ষণে অবশ্য ঘুম ভেঙ্গে যায় পাইলটের। প্লেনের মুখ ঘুরিয়ে আবার গন্তব্যেই ফিরে আসেন তিনি। আপাতত তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*