দেশের প্রথম লোকপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ। মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর নিয়োগে স্বাক্ষর করেন। এদিন পিনাকী চন্দ্র ঘোষকে দেশের প্রথম লোকপাল ঘোষণা করেন রাষ্ট্রপতি।
পাশাপাশি এদিন লোকপালের সদস্যদেরও নিয়োগ করেন রাষ্ট্রপতি। এদের মধ্যে চারজন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তাঁরা হলেন, বিচারপতি দিলীপ বি ভোঁসলে, বিচারপতি পি কে মোহান্তি, বিচারপতি অভিলাষা কুমারী ও বিচারপতি এ কে ত্রিপাঠী। অন্যদিকে, লোকপালের সদস্যদের বাকি চারজন হলেন প্রাক্তন আমলা। এরা হলেন, দিনেশ কুমার জৈন, অর্চনা রামাসুন্দরম, মহেন্দর সিং ও আই পি গৌতম।
Be the first to comment