বিশিষ্ট কবি পিনাকী ঠাকুরের জীবনাবসান। বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সকালে পিজি হাসপাতালে মাত্র ৫৯ বছর বয়সে প্রয়াত হলেন এই কবি।
তাঁর কাব্যগ্রন্থগুলির মধ্যে ‘অঙ্কে যত শূন্য পেলে’ কিংবা ‘একদিন অশরীরী’ বিপুল পাঠকপ্রিয়তা পেয়েছিলো। ‘ কৃত্তিবাস’-এর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকা এই কবি ২০১২ সালে পেয়েছিলেন তাঁর ‘চুম্বনের ক্ষত’ কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার পান। পেয়েছিলেন বাংলা আকাদেমি এবং কৃত্তিবাস পুরস্কারও।
Be the first to comment