শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ হইহই কাণ্ড বেঁধে গেল দিল্লির কেরল ভবনে। এক তারা কাগজ, ছুরি আর জাতীয় পতাকা নিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করতে যান এক ব্যক্তি। আর এতেই উত্তেজনা ছড়ায় দিল্লির কেরল ভবনে।
ভবনের মূল গেট দিয়ে হনহন করে ঢুকে পড়েন ওই ব্যক্তি। এরপরই নিরাপত্তা রক্ষীরা তাঁকে আটকান। কিছুতেই তিনি দাঁড়াবেন না। পরে জোর করে মাটিতে ফেলে তার কাছ থেকে অনেক কাগজ, একটি ছুরি এবং একটি জাতীয় পতাকা উদ্ধার হয়। সিপিএম পলিটব্যুরোর বৈঠকের জন্য দিল্লিতেই আছেন বিজয়ন। ঘটনার সময় ভবনের ভিতরেই ছিলেন তিনি।
পরে জানা যায় বিমল রাজ নামের বছর ৪৬-এর ওই ব্যক্তি কেরলের কারিপ্পুঝার বাসিন্দা। তার বক্তব্য, ব্যবসায় মন্দার কারণে দুই সন্তানের সংসার তিনি চালাতে পারছেন না। দিনে তিনি ৫০০-৬০০ টাকার বেশি রোজগারও করতে পারছেন না। তিনি যে আর বাঁচতে চান না সেই চিঠিই দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিজয়নকে।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার মধুর ভার্মা বলেন, “প্রাথমিকভাবে মেডিক্যাল চেকআপের পর বোঝা গিয়েছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।”
এই নিয়ে একই দিনে দ্বিতীয়বার নিরাপত্তার বেড়া ভেঙে ভিভিআইপি জোনে ঢোকার চেষ্টায় বাধার মুখে পড়লেন কোনও ব্যক্তি। শনিবার সকালে জম্মুকে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার বাড়িতে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করেন এক ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা গুলি চালালে মৃত্যু হয় তার।
Be the first to comment