ছবি ও ভিডিও সৌজন্যে- (এএনআই)
শুক্রবার দিল্লিতে ভারতের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস’ চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন জঙ্গি হামলা প্রসঙ্গে নমো বলেন, যারা এই হামলা করে পালিয়েছে তারা জীবনে সবথেকে বড় ভুল করেছে। এদের শাস্তি পেতেই হবে।
কী বললেন প্রধানমন্ত্রী? শুনুন!
অন্যদিকে, এদিন ট্রেন উদ্বোধনের পর পীযূষ গোয়েলের বক্তব্যে উঠে আসে ২৬/১১ মুম্বই হামলার প্রসঙ্গ। তিনি বলেন, যেভাবে মুম্বই হামলার পর মুম্বইয়ের মানুষ কাজে যোগ দিয়েছিলেন, নিজেদের দায়িত্ব পালন করেছিলেন, সেটা ছিল সেই সময় জঙ্গিদের বিরুদ্ধে সবথেকে বড় জবাব। ঠিক সেভাবেই আজকে ‘বন্দে ভারত এক্সপ্রেস’ চালু করা হলো দেশের মানুষের জন্য। এটাই জঙ্গিদের সবথেকে বড় জবাব। আমাদের জওয়ান বা সাধারণ মানুষ, কেউই জঙ্গিদের কাছে মাথানত করবে না। কিন্তু পীযূষ গোয়েলের করা এই মন্তব্যের পরেই সমালোচনা শুরু হয়েছে সব মহলে। রেলমন্ত্রীর করা এই মন্তব্যের নিন্দা করেছেন অনেকেই। এতবড় একটা জঙ্গি হামলার সঙ্গে কীভাবে একটা ট্রেনের উদ্বোধনকে মেলালেন রেলমন্ত্রী তা নিয়েই উঠছে বিস্তর প্রশ্ন।
Be the first to comment