বাংলায় আসছে বিজেপির সরকার, স্বীকারোক্তি প্রশান্ত কিশোরের; টুইটে চাঞ্চল্যকর তথ্য অমিত মালব্যের

Spread the love

বাংলায় আসছে বিজেপির সরকার। দিল্লির সাংবাদিক ‘বন্ধু’দের সঙ্গে আলাপচারিতায় এই স্বীকারোক্তি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটকৌশলী প্রশান্ত কিশোরের। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি অডিও টুইট করেছেন।

অডিওয় প্রশান্তের কণ্ঠে বলতে শোনা যাচ্ছে, বাংলায় মমতার মতোই জনপ্রিয় মোদী। সমীক্ষায় সংখ্যাগরিষ্ঠ ভোটদাতাই বলেছেন, বিজেপিই সরকার গড়তে চলেছে বাংলায়। এমনকি বাম ভোটাররাও বিজেপিকেই ভোট দিচ্ছেন।

অডিয়োক্লিপে তাঁর গলায় শোনা যাচ্ছে, ‘মোদীর নামে ভোট হচ্ছে। হিন্দুরাও ভোট দিচ্ছেন বিজেপিকে। মেরুকরণ, মোদী, হিন্দিভাষী, এসসি- এগুলিই ভোটের ইস্যু। শুভেন্দু চলে গিয়েছে বা প্রশান্ত কিশোর এসেছে, এগুলি কোনও প্রভাবই ফেলবে না। মোদী এখানে জনপ্রিয়। হিন্দিভাষীদের ১ কোটির বেশি ভোট রয়েছে। দলিত ২৭ শতাংশ। আর তারা সবাই বিজেপির পাশে। এর সঙ্গে মেরুকরণ তো আছেই।’ 

এছাড়াও ঐ অডিওতে প্রশান্ত কিশোর বলেন,’মতুয়ারা অধিকাংশই বিজেপিকে ভোট দিতে চলেছে। তবে ২০১৯ সালের মতো পরিস্থিতি নয়। আমার মনে হয়, ৭৫ শতাংশ মতুয়াই বিজেপিকে ভোট দিচ্ছে। ২৫ শতাংশ মতুয়া ভোট তৃণমূলের দিকে আসছে। আমরা সমীক্ষায় প্রশ্ন করি, ভোট কাকে দেবেন? সরকার কার হবে? সমীক্ষায় সংখ্যাগরিষ্ঠই জানিয়েছেন, বিজেপির সরকার আসছে। কেন এমনটা হচ্ছে? যারা বিজেপিকে ভোট দিচ্ছে তারা তো বলছেই। ১০ থেকে ১৫ শতাংশ বাম ভোটারদের দুই তৃতীয়াংশও মনে করছে, বিজেপি ক্ষমতায় আসছে। সংখ্যাগরিষ্ঠ ভোটদাতাই বলছে, সরকার গড়ছে বিজেপি। বামপন্থীরা ভাবছেন,বিজেপি আসলে আমাদের দোকান খুলে যাবে। এখন মমতাদিকে হারানো উচিত। এগুলি সব আসলে ধারণা। এই ইস্যুগুলি ভোটের ময়দানে রয়েছে। বাইরে থেকে আমরা ভাবি, তৃণমূলস্তরে বোধহয় বিজেপির সংগঠন নেই। এমনটা কিন্তু নয়, বিজেপির প্রচুর কর্মী রয়েছে। সবাই বামেদের ঘর থেকে এসেছে। তবে তাঁরা একনিষ্ঠভাবে বিজেপি করছেন। একটা-দুটো জেলা ছাড়া বিজেপির সংগঠন সব জায়গায় শক্তিশালী।’ 

অডিয়ো টেপ প্রসঙ্গে পালটা নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর লিখেছেন, ‘আমি খুশি যে বিজেপি তাদের নেতাদের বক্তব্যের তুলনায় আমার চ্যাট সিরিয়াসলি নিচ্ছে। নির্বাচিত অংশ ব্যবহার করে উত্তেজিত না হয়ে হিম্মত থাকলে পুরো চ্যাট শেয়ার করুন। আমি আগেও বলেছি, আবারও বলছি, পশ্চিমবঙ্গে বিজেপি ১০০ পার করবে না।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*