মৌসুমী বায়ুর প্রভাবে ভাসছে মুম্বই ৷ তার সঙ্গে ভাসছে একটি জল্পনাও ৷ শুক্রবার দুপুরে মুম্বইয়ে সিলভার ওকে গিয়ে এনসিপি চিফের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন প্রশান্ত কিশোর ৷ সেখানে শরদ পাওয়ারের সঙ্গে পিকে-র ঘণ্টা চারেকের বৈঠককে প্রশান্তের মিশন ২০২৪-এর সূচনা বলে ধরা হচ্ছে ৷ তবে এদিন মুম্বইয়ে আরও একটি বিষয় কিন্তু নজরে রয়েছে ৷ মান্নাতে প্রশান্ত কিশোরের সঙ্গে শাহরুখ খানের ‘ডিনার’ ৷ তাতেই শুরু হয়েছে কানাঘুষো ৷ তবে কি সিনেমা, ক্রিকেটের পর এবার দেশীয় রাজনীতিতেও নিজের প্রোজেক্ট করতে চাইছেন কিং খান?
২০১৮এর পর থেকে কিং খানকে সেভাবে দেখা যায়নি বড় পর্দায় ৷ অবশ্য এর মধ্যে তাঁকে দেখা গিয়েছে টেলিভিশনে ৷ পাশাপাশি বড় পর্দায় স্পেশাল অ্যাপিয়ারেন্স এবং ক্যামিয়ো চরিত্র করতে দেখা গিয়েছে ৷ একাধিক প্রোজেক্ট আসছে পরের বছর অর্থাৎ ২০২২-এ ৷ এর মধ্যেই চলছে করোনা পরিস্থিতি ৷ বলিউড তো বটেই দেশের ছোট-মাঝারি সব ফিল্ম ইন্ডাস্ট্রিই প্রায় পনেরো মাস ধরে খুব খারাপ সময় কাটাচ্ছে ৷ তার মধ্যেই ২০২৪-এ দেশের জাতীয় নির্বাচনের ‘প্রাক্কালে’ পিকের মান্নাতে গিয়ে ডিনার শাহরুখের সরাসরি রাজনৈতিক যোগের জল্পনায় ইন্ধন দিচ্ছে ৷
শাহরুখ খান যে শুধু অভিনেতাই নন তা তিনি এর মধ্যেই প্রমাণ করেছেন ৷ তাঁর রেড চিলিস এন্টারটেনমেন্ট থেকে শুরু করে কেকেআরের মালিকানা- সবই সেই তালিকাভুক্ত ৷ অর্থাৎ কেরিয়ার তাঁর একমাত্র অভিনয় নয় ৷ এবার কি সেই তালিকায় যোগ হতে চলেছে রাজনীতিও? প্রশ্নটা এসেছে খুব স্বাভাবিকভাবেই ৷ অনেক নামজাদা বলিউড অভিনেতা-অভিনেত্রীকে দেখা গিয়েছে মোদির সঙ্গে বসে চা খেতে ৷ অনেকেই মোদীর প্রশংসায় পঞ্চমুখ ৷ কিন্তু বলিউডের বাদশা সেই দলে পড়েন না ৷ বরং বিভিন্ন সময় মোদীর সঙ্গে তাঁর ঠান্ডা লড়াইয়ের আঁচ পেয়েছে সংবাদমাধ্যম ৷
আবার মোদীর সঙ্গে শাহরুখের সম্পর্ক যতটা ‘খারাপ’ উল্টোদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ততটাই ভাল ৷ সেই ২০১২ সাল থেকে বঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্যবাসীর সঙ্গে আলাপ করিয়ে দেন বাংলার ‘ঘরের ছেলে’ বলে ৷ তাঁকে সম্বোধন করেছেন নিজের ভাই বলেও ৷ শাহরুখও সংবাদমাধ্যমের কাছে পশ্চিমবঙ্গ এবং মমতার কথা বলতে গিয়ে প্রশংসনীয় শব্দবন্ধ ব্যবহার করতে কার্পণ্য করেননি ৷ শুক্রবার পিকে-র সঙ্গে ডিনারের পর পিকের ঘনিষ্টমহল জানায়, এটা একটা বন্ধুত্বমূলক সাক্ষাৎ ছিল ৷ তাঁরা এমন সাক্ষাৎ প্রায়ই করে থাকেন ৷ কারণ তাঁরা বন্ধু ৷ বছর তিনেক আগে তাঁদের আলাপ করিয়ে দেন মমতাই ৷
Be the first to comment